কম্পিউটার কেনার আগে জেনে নিন
বাড়ি বা ব্যবসায়িক কাজে কম্পিউটার কেনাটা বর্তমানে বেশ ব্যয়বহুল। একটি কম্পিউটার কেনার সময় কি কি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে সে সম্পর্কে সহায়ক কিছু পরামর্শ নিম্মে দেয়া হলো:
ম্যাক কম্পিউটার কিনবেন নামি উইন্ডোজ পিসি কিনবেন?
ম্যাক কম্পিউটার বা উইন্ডোজ পিসি উভয়ই কাজের জন্য একই। তবে বেশিরভাগ অপারেটররা উইন্ডোজ পিসি ব্যবহার করতে সাচ্ছন্দ্যবোধ করে।
কি ধরনের কাজের জন্য কম্পিউটার কিনতে চান?
কি কাজের জন্য কম্পিউটার কিনতে চান সেটি আগে ঠিক করুন। তারপর বাজেট ঠিক করুন। তারপর বাজারে গিয়ে আগে কয়েকটি দোকান ঘুরে আপনার বাজেটের মধ্যে যে ধরণের কনফিগারেশনের কম্পিউটার পাওয়া যায় তার একটি তালিকা তৈরি করুন। আর এই তালিকা থেকে বেস্ট অপশনগুলো বাছাই করুন।
যেসব বিষয়ের উপর বেশি গুরুত্ব দিতে হবে:
১। হার্ডড্রাইভের পরিবর্তে এসএসডি ব্যবহার করলে স্পীড বাড়বে।
২। র্যাম যত বেশি হবে ততো ভালো হবে।
৩। প্রসেসর যতো আপডেট মডেলের ও আপডেট জেনারেশনের হবে ততো ভালো।
৪। অবশ্যই ওয়ারেন্টির বিষয়টি ভালোভাবে গুরুত্ব দিতে হবে।
নতুন কম্পিউটার কিনবেন নাকি পুরাতন?
আপনি যদি অর্থ সাশ্রয় করতে চান তবে একটি ব্যবহৃত বা সংস্কার করা কম্পিউটার কেনা আপনার অর্থ সাশ্রয় করতে পারে। সংস্কার করা কম্পিউটার ছাড়াও বিভিন্ন কারণে ব্যক্তি ও কোম্পানি তাদের ব্যবহৃত কম্পিউটার বিক্রি করে। তবে অনভিজ্ঞদের জন্য পুরাতন কম্পিউটারের পরিবর্তে নতুন কম্পিউটার কেনাটাই ভালো হবে।
পুরাতন কম্পিউটার কেনার সময় নিচের বিষয়গুলো খেয়াল রাখবেন:
১। কনফিগারেশন ভালোভাবে চেক করে নিতে হবে। পোর্ট এবং কেসের ভিতরে এবং বাইরে ভালভাবে দেখে নিবেন।
২। যে অর্থ দিয়ে কম্পিউটার কিনছেন সেই পরিমাণ অর্থ দিয়ে আরও ভাল মানের বা ভালো কনফিগারেশনের কম্পিউটার পাওয়া যায় কিনা ভালভাবে যাচাই করে নিন।
৩। আপনার কাজের জন্য প্রয়োজনীয় সব সফটওয়্যার সাপোর্ট করে কিনা সেটি যাচাই করে নিন। সবচেয়ে ভাল হয় যদি কেনার আগে আপনার প্রয়োজনীয় সব সফটওয়্যার ইন্সটল করে নিতে পারেন।
৪। কমপক্ষে ৩ মাস / ৬ মাসের ওয়ারেন্টি দিচ্ছে কিনা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions