Home » » রুপান্তরিত শিলা কাকে বলে

রুপান্তরিত শিলা কাকে বলে

রুপান্তরিত শিলা কাকে বলে

রুপান্তরিত শিলা (Metamorphic Rocks)

আগ্নেয় এবং পাললিক এই উভয় প্রকার শিলা অত্যধিক তাপ ও চাপে পরিবর্তিত হয়ে নুতন এক প্রকার শিলায় পরিণত হয়। এই শিলাকে রুপান্তরিত শিলা বা পরিবর্তিত শিলা বলে। ভূ-আন্দোলন, অগ্নুৎপাত ভূমিকম্পের সময় উর্ধ্বস্তরের চাপে, রাসায়িনিক ক্রিয়ায় কিংবা ভূ-গর্ভস্থ চাপের প্রভাবে মাঝে মাঝে আগ্নেয়শিলা ও পাললিক শিলা রূপান্তরিত শিলায়  পরিণত হয়।

রুপান্তরিত শিলার উদাহরণ:

চুনাপাথর পরিবর্তি হয়ে মার্বেল,

বেলেপাথর কোয়ার্টজাইটে,

কাদা স্লেটে,

গ্রানাইট নীসে,

কয়লা গ্রাফাইটে পরিণত হয়।

আগ্নেয় অথবা পাললিক শিলা তাপ, চাপ এবং রাসায়নিক ক্রিয়ার ফলে এর খনিজ উপাদান ও বুনটের পরিবর্তন হয়ে যে শিলার সৃষ্টি হয় তাকে রূপান্তরিত শিলা বলে এবং যে প্রক্রিয়ার মাধ্যমে রুপান্তরিত শিলার সৃষ্টি হয় তাকে রুপান্তরায়ন বলে।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*