সুযোগ ব্যয় কি
সুযোগ ব্যয়: দুষ্প্রাপ্যতার জন্য মানুষকে নির্বাচন বা পছন্দ করতে হবে। নির্বাচনের সঙ্গে ব্যয়ের প্রশ্ন জড়িত থাকে। কারণ সীমিত সম্পদের সাহায্যে কোন একটি দ্রব্য বেশি পরিমাণে উৎপাদন করা হলে অপর কোন দ্রব্যের উৎপাদন কমাতে হয়। অর্থাৎ একটি দ্রব্য বেশি উৎপাদনের জন্য অপর একটি দ্রব্যের উৎপাদন কিছুটা ত্যাগ করতে হয়। একটি দ্রব্য এক একক বেশি উৎপাদনের জন্য অপর দ্রব্যটির যে পরিমাণ ত্যাগ করতে হয় তাই প্রথম দ্রব্যটির সুযোগ ব্যয়। মনে করি দুটি দ্রব্য ‘ক’ এবং ‘খ’ এবং ক দ্রব্যটির এক একক বেশি উৎপাদন করার জন্য যে পরিমাণ সম্পদ প্রয়োজন হয় তাতে খ দ্রব্যের দুই একক উৎপাদন হ্রাস করতে হয়। এখানে ক-এর সুযোগ ব্যয় দুই একক খ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions