Home » » ভূ আলোড়ন কাকে বলে

ভূ আলোড়ন কাকে বলে

ভূ আলোড়ন কাকে বলে

ভূ-অভ্যন্তরস্থ প্রচন্ড তাপ ও চাপের ফলে কোন কোন সময় ভূ-অভ্যন্তরে পরিচলন স্রোতের সৃষ্টি হয়। এর ফলে ভূ-অভ্যন্তরে প্রবল শক্তির উদ্ভব হয়। পৃথিবীর অভ্যন্তর থেকে উদ্ভুুত শক্তি ভূ-পৃষ্ঠে আঞ্চলিক বা মহাদেশীয় ভূ-গঠন কাঠামোর যে পরিবর্তন ঘটায় তাকে ভূ-আলোড়ন বলে। ভূ-আলোড়ন জনিত শক্তির অন্যতম উৎস ভূ-অভ্যন্তরস্থ। এই শক্তি ধীর ও মৃদুভাবে বিস্তৃত এলাকাব্যাপী অথবা দ্রুত ও সজোরে সীমিত এলাকার ভূ-গঠন কাঠামোর পরিবর্তন ঘটায়। 

ভূ-আলোড়নজনিত শক্তি প্রধানত ২ প্রকার। যথা:

১। দ্রুত পরিবর্তনকারী শক্তি

২। ধীর পরিবর্তনকারী শক্তি


ধীর পরিবর্তনকারী শক্তি আবার ২ প্রকার। যথা:

১। পর্বত গঠনকারী শক্তি

২। মহাদেশ গঠনকারী শক্তি

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*