নিউক্লাইড কি
নিউক্লাইড (Nuclide) : নিউক্লাইড হলো পরমাণুর কেন্দ্রীণের গাঠনিক উপাদান তথা এর পারমাণবিক সংখ্যা (Z) ও নিউট্রনের সংখ্যার (A--Z) প্রকাশক। A অবশ্য পারমাণবিক ভরসংখ্যা প্রকাশ করে। প্রকৃতিতে পাওয়া যায় এরূপ স্থায়ী নিউক্লাউডের সংখ্যা প্রায় ২৭৫টি। ডজনখানেক তেজস্ক্রিয় নিউক্লাইড প্রকৃতিতে পাওয়া যায় এবং একশর অধিক নিউক্লাইড কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions