ডেভিড রিকার্ডো অর্থনীতিবিদ
ডেভিড রিকার্ডোর পরিচয়: ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মধ্যে এডাম স্মিথের পরেই যার স্থান, তিনি হলেন ডেভিড রিকার্ডো (১৭৭২-১৮২৩)। তিনি ইংল্যান্ডের একটি সুদ-কারবারী পরিবারে জন্মগ্রহণ করেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা তেমন লাভ করতে না পারলেও তাঁর ছিল। শাণিত বুদ্ধিদীপ্তি ও জ্ঞানের গভীরতা। তাঁর প্রসিদ্ধ গ্রন্থ "The principles of Political Economy and Taxation" ১৮১৫ সনে প্রকাশ পায়। রিকার্ডোর | খাজনা তত্ত্ব সম্পর্কে জানা যায় সেই গ্রন্থ থেকে ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions