কম্পিউটারের কনফিগারেশন জানার উপায়
কম্পিউটারের বেসিক কনফিগারেশনগুলো জানার উপায়সমূহ:
কম্পিউটারের বেসিক কনফিগারেশনগুলো জানার বেশ কয়েকটি উপায় রয়েছে।
১) দিস পিসি (This PC)/ মাই কম্পিউটারে (My Computer) মাউসের রাইট ক্লিক করে প্রোপার্টিজে (Properties) গিয়ে জেনারেল ট্যাব থেকে জেনে নিতে পারবেন প্রসেসর, র্যাম ও অপারেটিং সিস্টেম সংক্রান্ত তথ্য। গ্রাফিক্স বা ডিসপ্লে প্রোপার্টিজে গিয়ে ইনফরমেশন থেকে জানতে পারবেন গ্রাফিক্সকার্ড সংক্রান্ত তথ্য।
২) সার্চবারে System Info টাইপ করুন। তারপর সিস্টেম ইনফরমেশন অপশনে গিয়ে দেখুন।
৩) কিবোর্ড থেকে Windows Key+R চেপে রান বক্স ওপেন করুন। তারপর এর মধ্যে dxdiag টাইপ করে Enter বাটন চাপুন বা Ok ক্লিক করুন।
৪) অনেকক্ষেত্রেই কম্পিউটার কেনার ক্যাশমেমোতেই এসব বিস্তারিত লেখা থাকে।
৫) এছাড়া কোনো অভিজ্ঞ ব্যবহারকারীর সহায়তায় জেনে নিতে পারেন তথ্যগুলো।
যেভাবেই যাই জানুন না কেন তা ভালোভাবে লিখে যত্নসহকারে রেখে দিন, পরবর্তীতে কাজে আসতে পারে এসব তথ্য।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions