ট্রাবলশুটিং : কম্পিউটারের মাউস কাজ করছে না
সাধারণত মাউসগুলোর ভেতর ময়লা ও ধুলাবালি জমে প্রায়ই সমস্যা তৈরি করে। এজন্য উচিত নিয়মিত মাউস পরিষ্কার করা। প্রথমে মাউসটি হাতে নিয়ে উল্টো করে নিচের অংশ ময়লা-ধুলাবালি ভালো করে পরিস্কার করে দিন। এক্ষেত্রে পরিষ্কার গেঞ্জির কাপড় বা টিস্যু দিয়ে মুছতে পারেন। অপটিক্যাল মাউস সহজে নস্ট হয় না। এর পরও যদি কাজ না করে তাহলে নতুন আরেকটি ক্রয় করাই ভালো, কারণ বেসিক ইলেকট্রনিক সার্কিট, মাল্টিমিটার এবং সোল্ডারিং ইত্যাদি বিষয়ে ভালো জ্ঞান না থাকলে অপটিক্যাল মাউস মেরামত করা সম্ভব নয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions