ট্রাবলশুটিং : কম্পিউটারে সাউন্ড সমস্যার সমাধান
সমস্যা: কম্পিউটারে কোনো সাউন্ড আসছে না
সমাধান:
1. প্রথমত পিসি থেকে স্পিকার বা সাউন্ডবক্স এর লাইনটি ঠিক আছে কি না সেটি ভালো করে চেক করে নি। অনেক সময় লুজ কানেকশন এর কারণে স্পিকারে সাউন্ড নাও আসতে পারে। এজন্য পিসি থেকে ক্যাবলগুলো খুলে পুণরায় ভালোভাবে জ্যাকগুলো লাগিয়ে দিন। জ্যাক লাগানোর সময় অবশ্যই কালার কম্বিনেশনগুলো সঠিকভাবে লাগাতে হবে।
2. যদি সব ঠিক থাকে তাহলে, ডেস্কটপের ডানদিকে নিচে কোণায় দেখুন সাউন্ডের আইকনটি আছে কি না? যদি না থাকে কিংবা লাল ক্রস চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে সাউন্ড আপনার পিসিতে সাউন্ড ড্রাইভার ইন্সটল করা নেই। প্রয়োজনীয় সাউন্ড ড্রাইভার ইন্সটল করুন অথবা উইন্ডোজ আপডেট দিন ঠিক হয়ে যাবে। অথবা সাউন্ড ট্রাবলশুটিং এর সহায়তা নিতে পারেন। আর এগুলো কিছুই কাজ না করলে খুবই স্বল্প মুল্যে ইউএসবি সাউন্ড কার্ড কিনতে পাওয়া যায়, এটিও করতে পারে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions