কম্পিউটার স্লো হলে করণীয়
কম্পিউটার অনেক কারণেই স্লো হতে পারে। এর মধ্যে আছে:
1. কম্পিউটারের সিপিইউ এর মধ্যে অতিরিক্ত ধুলাবালি জমে থাকলে পিসির গতি স্লো হতে পারে, এজন্য মাসে অন্তত একবার হলেও সিপিইউ খুলে এর ধুলাবালি পরিস্কার করা উচিত।
2. ভাইরাসের কারণে পিসি স্লো হয়ে যেতে পারে। এজন্য নিয়মিত ভাইরাস স্ক্যান করুন।
3. সি ড্রাইভের জায়গা বেশি ভরে গেলে পিসি স্লো হতে পারে। সি ড্রাইভের অপ্রয়োজনীয় ডাটা অন্য ড্রাইভে রাখুন।
4. খুব বেশি এপ্লিকেশন ইন্সটল বা আনইন্সটল করলে পিসি ধীরে ধীরে স্লো হয়ে যেতে পারে। এজন্য অযথা যেকোনো সফটওয়ার ইন্সটলেশন থেকে বিরত থাকুন।
5. পিসি কনফিগারেশনের চেয়ে হাইরেজুলেশনের গেমস প্লে করলেও পিসি স্লো হয়ে যায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions