Home » » মোবাইল লার্নিং কি

মোবাইল লার্নিং কি

মোবাইল লার্নিং কি

বর্তমান বিশ্বে বা Modern Information Society তে মোবাইল একটি অতি জনপ্রিয় এবং প্রয়োজনীয় যোগাযোগ মাধ্যম। মোবাইলের মাধ্যমে দেশে বিদেশে যোগাযোগ বা যে কোন প্রয়োজনে যোগাযোগ ছাড়াও আধুনিক শিক্ষা ব্যবস্থায় এটি গুরুত্ব পূর্ণ এর Up-to-the- Minute সম্ভব।

মোবাইল শিক্ষা পরিবেশ (Mobile Learning Enviroment) শিক্ষাক্ষেত্রে বিশেষ করে দূরশিক্ষণে (Distance Education) বা ই-লার্নিং (E-Learning) এ এক বিশেষ আধুনিকতা এনে শিক্ষায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই প্রকার শিক্ষা পরিবেশের সাহায্যে বিভিন্ন ধরনের পেশাগত ও কারিগরি এবং শিক্ষামূলক প্রশিক্ষণ নিয়ে শিক্ষার্থীরা নিজেকে দক্ষ করে তুলতে পারবে।


মোবাইল লার্নিং-এর মাধ্যমে দূরশিক্ষণে শিক্ষা লাভের কৌশল

Learning Techniques in Distance Education through Mobile

  • মোবাইল-লার্নিং শিক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ ও সহজতর মাধ্যম যার সাহায্যে অতি সহজে যে কোন স্থানে বসে শিক্ষার্থী শিক্ষা লাভ করতে পারে। যেমন - E - Learning, Formal এবং Informal এডুকেশন, Distance Learning, Online Learning ইত্যাদি।
  • মোবাইলে E-book, ডকুমেন্টস, ডাটা বা অন্য যে কোন শিক্ষা বিষয়ক তথ্য pdf বা Word File এ সংগ্রহ করে শিক্ষার্থী প্রয়োজনে যে কোন স্থানে বসে সহজেই এটি ব্যবহার করতে পারেন এবং শিক্ষা লাভ করতে পারেন।
  • Smart Phone বা iP Phone এর মাধ্যমে বিভিন্ন Search Engine এর সহায়তায় বিভিন্ন ওয়েবসাইট থেকে দেশ-বিদেশের শিক্ষামূলক তথ্য, শিক্ষা বা গবেষণার অতি সাম্প্রতিক উন্নয়ন (Development) সংগ্রহ করে জ্ঞান লাভ করতে পারেন ।
  • শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ ও তথ্য আদান-প্রদান ও কথা বলার ক্ষেত্রে Virtual Environment এ Video Chat করার জন্য Mobile Learning Environment শিক্ষাক্ষেত্রে বিশেষ আধুনিকতা এনেছে। শিক্ষাক্ষেত্রে এটি একটি অতি সাম্প্রতিক শিক্ষা উন্নয়নের মাধ্যম।
  • Internet Protocol যুক্ত এবং বিভিন্ন Software মোবাইলে ইনস্টল করার মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন কোর্স যেমন- সার্টিফিকেট কোর্স, Diploma, Degreee Program সম্পন্ন করে কর্মক্ষেত্রে নিজেকে উপযুক্ত করে তুলতে পারে।
  • Mobile Apps এর সহযোগিতায় কারিগরি শিক্ষার বিভিন্ন কোর্স ফ্রি বা স্বল্প খরচে সম্পন্ন করে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার পথ খুলে দিয়েছে Mobile Learning Environment.
  • এছাড়াও Mobile এ Dictionary Software ইনস্টল (Install) করে একজন লার্নার যে কোন শব্দের Synonym জানতে এবং সেই সঙ্গে Voice এর সহায়তায় উচ্চারণ শিখতে পারবেন।
  • ইন্টারনেট সংযুক্ত মোবাইল ফোন, স্মার্টফোন বা iP Phone এর মাধ্যমে Skype, Facebook, Twiter GoogleTalk সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে জ্ঞান ও শিক্ষামূলক তথ্য আহরণ করতে পারবেন।
  • মোবাইলের মাধ্যমে এসব সামাজিক মাধ্যমগুলির সহায়তায় বিভিন্ন দেশ-বিদেশের অনলাইন শিক্ষক- শিক্ষার্থীদের সাথে সম্পর্ক তৈরি করতে ও শিখন প্রনালীর ভীত মজবুত করতে পারবেন ।
  • অনলাইন লার্নার Mobile থেকে অতি সহজেই যে কোন স্থানে বসে বা যে কোন অবস্থায় Google, Wikipedia ইত্যাদি সার্চ ইঞ্জিন ব্যবহার করে যে কোন প্রয়োজনীয় শিক্ষামূলক জ্ঞান ও ধারণা লাভ করতে বা প্রয়োজনীয় তথ্য Download করতে পারবেন।
  • লার্নার কোন একটি বিষয়ের Document বা File অথবা Picture, Data, Video Clip ইত্যাদির ছবি তুলে সংগ্রহ করতে পারবেন। বিশেষ করে শ্রেণিকক্ষ থেকে বা কোন নোটিশ বোর্ড থেকে বা কোন Note কপি থেকে বা অন্য কোন ডকুমেন্ট থেকে ইমেজ তুলতে পারবেন। এসব ছবি বা তথ্য বা pdf file পরবর্তীতে পড়তে বা ব্যবহার করতে পারবেন।
  • এ ছাড়াও মোবাইল লার্নিং এর মাধ্যমে তথ্য, ছবি বা অন্য কোন ডকুমেন্ট, ফাইল ইত্যাদি SHAREit-এর মাধ্যমে অন্য Mobile এ Transfer করতে পারবেন।


মোবাইল-লার্নিং এর মাধ্যমে অংশগ্রহণমূলক কাজ

Participatory Activities through Mobile Learning

  • Mobile এর মাধ্যমে অনলাইন শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষামূলক Workshop, Conference, Chatting, Group Chatting, Group Discussion, Forum ইত্যাদিতে Online এর মধ্য দিয়ে অংশগ্রহণ করতে পারেন। জ্ঞান দক্ষতা অর্জন করে নিজেকে আধুনিক করে তুলতে পারেন।
  • স্বল্প বা পূর্ণ শিক্ষিত ব্যক্তিরা পেশার মান উন্নয়ন বা কর্মক্ষেত্রে প্রবেশের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ (Training) মোবাইলের মাধ্যমে নিতে পারেন এবং কর্মক্ষেত্রে দক্ষতার পরিচয় দিতে পারেন। উদাহরণস্বরূপ বলা যায় Webpage তৈরি, প্রাফিক্স ডিজাইন (Graphics Design), বিভিন্ন Training বিজ্ঞানের e-practical Class ইত্যাদি। এছাড়াও ইন্টারনেটের মাধ্যমে Web-Sourcing শিখে তারা Outsourcing এর কাজ করতে পারেন। যাতে করে তাদের আয়ের পথ প্রসারিত হতে পারে।
  • সর্বোপরি বলা যায়, Mobile Learning এর মাধ্যমে সময় ও খরচ উভয়েরই সাশ্রয় হয়।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*