টাইটেল বার কি
টাইটেল বার: পর্দার উপরের যে অংশে Microsoft Word Document লিখা থাকে সেটাকে টাইটেল বার বলে। কম্পিউটারে টাইপ করে বিষয়বস্তু বিভিন্ন নামে সংরক্ষণ করা হয়। ফাইলগুলো বিভিন্ন নামে অভিহিত করার পর যখন যে নামের ফাইল নিয়ে কাজ করা হয় তখন সেই ফাইলটির নাম টাইটেল বারে দেখা যায়। এই বারের ডানদিকে তিনটি বাটন দেখা যায়। প্রথম বাটনটিকে Minimize বাটন বলে। এতে ক্লিক করলে এমএস ওয়ার্ড উইন্ডোটি ক্ষুদ্র আইকনে পরিণত হয়ে টাস্কবারে অবস্থান নেয়। দ্বিতীয় বাটনটিকে Maximize বাটন বলে। এতে ক্লিক করলে উইন্ডোটি সম্পূর্ণ পর্দা জুড়ে প্রদর্শিত হবে। তৃতীয় বাটনটিকে ক্লোজ বাটন বলে। এতে ক্লিক করলে এমএস প্রোগ্রামটি বন্ধ হয়ে যাবে।
0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions