Home » » টেলিকনফারেন্সিং কি বা টেলিকনফারেন্সিং কাকে বলে?

টেলিকনফারেন্সিং কি বা টেলিকনফারেন্সিং কাকে বলে?

টেলিকনফারেন্সিং কি

টেলিকনফারেন্সিং (Teleconferencing): 

পরস্পর ভৌগোলিকভাবে ভিন্ন ভিন্ন স্থানে অবস্থান করা কয়েকজন ব্যক্তির সমন্বয়ে অনুষ্ঠিত সভা বা আলোচনা অনুষ্ঠানকে টেলিকনফারেন্সিং বলে। এর মাধ্যমে আলোচকগণ পরস্পর দূরবর্তী স্থানে অবস্থান করেও ইলেক্ট্রনিক ডিভাইসের সাহায্যে সামনাসামনি কথোপকথন করতে পারে। 

টেলিকনফারেন্সিং প্রধানত নিম্নোক্ত দু'প্রকারের হয়ে থাকে:

(ক) অডিও কনফারেন্সিং (Audio conferencing): 

অডিও টেলিকনফারেন্সিং এর সাহায্যে পরস্পর দূরবর্তী স্থানে অবস্থানরত ব্যক্তিবর্গ শুধুমাত্র মৌখিক শ্রবণ আলোচনায় অংশগ্রহণ করে। এ প্রকার সভায় আলোচকগণ শুধুমাত্র একে অন্যের কথা শুনতে পায়, কেউ কাউকে দেখতে পায় না।

(খ) ভিডিও কনফারেন্সিং (Video conferencing): 

ডিভিও কনফারেন্সিং বৈঠকে অংশগ্রহণকারীগণ একে অন্যের কথা যেমনি শুনতে পায়, তেমনি একে অন্যকে দেখতেও পায়। ভিডিও কনফারেন্সিং সভায় অংশগ্রহণকারী ব্যক্তিগণ প্রত্যেকে ভিডিও ক্যামেরা, মাইক্রোফোন, মনিটর ইত্যাদি সমৃদ্ধ এক একটি পৃথক কক্ষে প্রবেশ করেন এবং সেখানে থেকেই প্রত্যেকে আলোচনায় অংশগ্রহণ করেন। এ জাতীয় যোগাযোগ অত্যন্ত ব্যয়বহুল।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *