ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং
এজেন্ট ব্যাংকিং হচ্ছে বাংলাদেশ ব্যাংক অনুমোদিত একটি নতুন ব্যাংকিং ব্যবস্থা, যার মাধ্যমে প্রতিটি লেনদেন “বায়োমেট্রিক মেশিন” ব্যবহার করে গ্রাহকের আঙ্গুলের ছাপ সনাক্তকরণের মাধ্যমে পরিচালনা করা হয়।
এজেন্ট ব্যাংকিং কতটুকু নিরাপদ?
DBBL এজেন্ট ব্যাংকিং ১০০% নিরাপদ, কারণ এতে গ্রাহকের স্বাক্ষরের পাশাপাশি আঙ্গুলের ছাপ থাকবে। বায়োমেট্রিক মেশিন কর্তৃক গ্রাহকের আঙ্গুলের ছাপের সঠিকতা নির্ধারণের পরেই কেবল একাউন্ট-এ লেনদেন করা যাবে।
বায়োমেট্রিক একাউন্ট কি?
DBBL অনুমোদিত এজেন্ট ব্যাংকিং আউটলেট থেকে গ্রাহক তাঁর আঙ্গুলের ছাপ ব্যবহার করে যে একাউন্ট খোলেনে তাকে বায়োমেট্রিক একাউন্ট বলা হয়।
DBBL- বায়োমেট্রিক একাউন্ট এর সুবিধা সমূহ কী কী?
- বায়োমেট্রিক মেশিন ব্যবহার করে গ্রাহকের আঙ্গুলের ছাপ সনাক্তকরণের মাধ্যমে ১০০% নিরাপদ লেনদেন ব্যবস্থা।
- প্রকৃত অনলাইন ব্যাংকিং সেবা যা দেশব্যাপী যে কোন সময় যে কোন স্থানে পাওয়া যাবে।
- জমাকৃত টাকার উপর মুনাফা লাভের সুবিধা।
- টাকা সঞ্চয়ের একটি অনন্য ব্যবস্থা।
- বাৎসরিক চার্জ প্রযোজ্য নহে।
- প্রথম বছরে ATM চার্জ ফ্রি।
- ডেবিট কার্ড, যার মাধ্যমে গ্রাহক DBBL ফাস্ট ট্রাক ও DBBL ATM থেকে টাকা উত্তোলন এবং মার্চেন্ট দোকান থেকে কেনাকাটা করতে পারবেন।
- DBBL অনুমোদিত যে কোন এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং যেকোন শাখায় লেনদেনের সুবিধা।
- DBBL ফাস্ট ট্র্যাকে টাকা জমাদানের সুবিধা।
- মার্চেন্ট পেমেন্ট।
DBBL এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে কী কী সেবা পাওয়া যাবে?
- সঞ্চয়ী হিসাব খোলা
- নগদ টাকা জমা/উত্তোলন
- ডিপোজিট প্লাস স্কীম (DPS)
- অন্য একাউন্ট-এ টাকা স্থানান্তর
- বিদেশ হতে প্রেরিত অর্থ গ্রহণ
- চলতি হিসবা খোলা
- ফিক্সড ডিপোজিট (FDR)
- বেতন/ভাতা প্রদান
- একাউন্ট ব্যালেন্স জানা
- বিল প্রদান
কোথায় এজেন্ট ব্যাংকিং এর আওতায় বায়োমেট্রিক একাউন্ট খুলবেন?
DBBL মনোনীত যেকোন এজেন্ট ব্যাংকিং আউটলেট এ বায়োমেট্রিক একাউন্ট রেজিষ্ট্রেশন করা যাবে।
বায়োমেট্রিক বা এজেন্ট ব্যাংকিং একাউন্ট রেজিস্ট্রেশনের জন্য কী কী কাগজপত্র প্রয়োজনীয় ?
- পূরণকৃত KYC বা একাউন্ট খোলার ফরম (যা মনোনীত এজেন্ট ব্যাংকিং আউটলেট এ পাওয়া যাবে)।
- গ্রাহক ও নমিনির ছবি।
- গ্রাহক ও নমিনির জাতীয় পরিচয়পত্র অথবা অন্য যে কোন ছবি সম্বল্বিত গ্রহণযোগ্য পরিচয়পত্র।
dutch bangla bank agent banking book free download from below link:
tags: