মাইক্রোসফট এক্সেলে রো বাড়াবেন কিভাবে?
১। প্রথমে এক্সেল ফাইলের যেখানে রো বাড়াতে চান সেই সেলগুলো সিলেক্ট করুন।
২। সিলেক্টকৃত সেলগুলোর উপর মাউসের ডান বাটন ক্লিক করুন।
৩। একটি মেনু বা লিস্ট আসবে এখান থেকে Insert ক্লিক করুন।
৪। আরেকটি ডায়ালগ বক্স আসবে Ok ক্লিক করুন।
এছাড়া এক্সেল ফাইলেন যে স্থানটিতে রো বাড়ানো দরকার সেখানে সেল পয়েন্টারটি রাখতে হবে অর্থাৎ মাউস ক্লিক করতে হবে। এরপর উপরে Home মেনু এর ডানদিকে Insert অপশনের আইকনে ক্লিক করলেই নতুন রো তৈরি হবে।