এক্সেল এ রো ডিলিট করবেন কিভাবে?
১। যে এক্সেল ফাইলের রো মুছে ফেলতে চান সেই রো গুলো প্রথমে সিলেক্ট করতে হবে।
২। সিলেক্টকৃত রো এর উপর মাউসের ডান বাটন ক্লিক করুন।
৩। একটি মেনু বা লিস্ট দেখাবে, এখান থেকে Delete ক্লিক করুন।
৪। Ok ক্লিক করুন।
অথবা
যে রো গুলো ডিলিট করতে চান সেগুলো সিলেক্ট করে, Home মেনুর ডানদিকে উপরে Delete অপশনের আইকনটিতে ক্লিক করলে, সিলেক্টকৃত রো গুলো মুছে যাবে।