Home » » মাইক্রোসফট এক্সেলে কলাম বাড়াবেন কিভাবে?

মাইক্রোসফট এক্সেলে কলাম বাড়াবেন কিভাবে?

কলাম


মাইক্রোসফট এক্সেলে কলাম বাড়াবেন কিভাবে?


১। যেখানে কলাম বাড়াতে চান সেই সেল গুলো সিলেক্ট করুন। 

২। মাউসের ডান বাটন ক্লিক করুন।

৩। এখন একটি লিস্ট বা মেনু দেখাবে এখান থেকে Insert ক্লিক করুন।

৪। Ok ক্লিক করুন।

এছাড়া প্রয়োজনীয় স্থানে সেল পয়েন্টার রেখে অর্থাৎ মাউস ক্লিক করুন, Home মেনু থেকে উপরে ডানদিকে Insert অপশনের এ্যারোতে ক্লিক করুন, Insert Sheet Column অপশনে ক্লিক করলেই কলাম তৈরি করা যায়। 

Contact form

নাম

ইমেল *

বার্তা *