রিসাইকেল বিন থেকে কোন ডকুমেন্ট ফেরত আনার প্রক্রিয়া
১। ডেস্কটপে থাকা রিসাইকেল বিন ওপেন করতে হবে। তাহলে মুছে যাওয়া সকল ফাইল দেখাবে।২। এবার যে ফাইলটি ফিরিয়ে আনতে চান তার উপর মাউসের ডান বাটন ক্লিক করুন।
৩। এখন একটি মেনু বা লিস্ট দেখাবে, এখান থেকে Restore ক্লিক করুন।
বি:দ্র:
রিসাইলেক বিন থেকে মুছে ফেলা ফাইল বিভিন্ন ডাটা রিকভারি সফটওয়্যারের মাধ্যমে ফিরিয়ে আনা যায়।