Home » » ডাটা এনক্রিপশন কি

ডাটা এনক্রিপশন কি

ডাটা এনক্রিপশন কি

ডাটার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডাটাকে উৎস হতে গন্তব্যে প্রেরণের পূর্বে যে বিশেষ পদ্ধতিতে পরিবর্তন করা হয় তাকে ডাটা এনক্রিপশন পদ্ধতি বলা হয়। ফলে প্রেরকের প্রেরিত ডাটা অন্য কোন অনির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যবহার করতে পারে না। উৎস বা প্রেরক ডাটাকে এনক্রিপ্ট করে ‘মাধ্যমের’ ভেতর দিয়ে পাঠালে প্রাপক বা গন্তব্য ঐ এনক্রিপ্টেড ডাটা ব্যবহারের পূর্বে ডিক্রিপ্ট করে। প্রেরক কম্পিউটারে এনক্রিপ্ট করার নিয়ম বা প্রাপক কম্পিউটারে ডিক্রিপ্ট করার নিয়ম দেয়া থাকে। এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করার জন্য নির্দিষ্ট এ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহৃত হয়। ডাটা এনক্রিপ্ট করার জন্য বহুল ব্যবহৃত দু’টি স্টান্ডার্ডের নাম নিম্নে দেয়া হল। যথা: 

১। সিজার কোড (Caesar Code) ও

২। ডাটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড (Data Encryption Standard- DES)


ডাটা এনক্রিপশনের মূল অংশ চারটি। যথা:

১। প্লেইন টেক্সট: যে ডাটা সাধারণভাবে  এনক্রিপ্ট করা যায়।

২। সাইফার টেক্সট: মূল মেসেজ কে এনক্রিপ্ট করার পর প্রাপ্ত টেক্সট। এনক্রিপশনের ফলে টেক্সটটা দূর্বোধ্য হয়ে যায়।

৩। এনক্রিপশন এলগরিদম: গাণিতিক ফর্মূলা যা মেসেজ এনক্রিপ্ট করার সময় ব্যবহার করা হয়।

৪। কী: গোপন কোড যা এনক্রিপ্ট বা ডিক্রিপ্ট করার কাজে ব্যবহার করা হয়। সাইফার টেক্সটকে প্লেইন টেক্সটে ফিরিয়ে আনার একটি প্রক্রিয়া।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*