Home » » ডাটা সিকিউরিটি কী

ডাটা সিকিউরিটি কী

ডাটা সিকিউরিটি কী

অননুমোদিত ব্যক্তির (unauthorized) হাত থেকে ডাটাকে মুক্ত রাখার পদ্ধতিতে বলা হয় ডাটা সিকিউরিটি। ডাটা একদিকে যেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় অন্যদিকে এর পোগনীয়তা রক্ষা করাও জরুরি। ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান-প্রদানের সময় অথবা অনলাইন ব্যাংকিং এর সময় কম্পিউটার হ্যাকাররা ব্যাংকের গ্রাহকদের একাউন্ট সম্পর্কে যাবতীয় বিষয় জেনে নিতে পারে। ফলে অনলাইন ব্যাংকিং এ অনেক ব্যবহারকারী নিরুৎসাহী হয়ে পড়ে। অনেক সংবেদনশীল প্রতিষ্ঠানের ডাটা সুরক্ষা করা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্যও একান্ত প্রয়োজন। ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর ডাটার গোপনীয়তা রক্ষার দায়িত্ব পালন করেন। সর্বোপরি ই-কমার্সের সুবিধা বজায় রাখার জন্য ডাটা সিকিউরিটি অতীব জরুরি। 

ডাটা সিকিউরিটি দু’প্রকার। যথা:

১। সিস্টেম সিকিউরিটি: ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড পরীক্ষা করা এবং তার জন্য বরাদ্দ জায়গা পরীক্ষা করা ইত্যাদি সিস্টেম সিকিউরিটির অংশ।

২। ডাটা সিকিউরিটি: একজন ব্যবহারকারী কোন কোন অবজেক্ট ব্যবহার করতে পারবে, তা পরীক্ষা করা ডাটা সিকিউরিটির অংশ। ডাটা সিকিউরিটিতে যে বিষয়গুলো নিয়ন্ত্রণে রাখা হয়, সেগুলো হচ্ছে-

ক) অনুমোদিত নয় এমন ব্যবহারকারী কর্তৃক ডাটাবেজ ব্যবহার রোধ করা।

খ) রিসোর্স ব্যবহার নিয়ন্ত্রণ করা।

গ) ডিস্ক ব্যবহার নিয়ন্ত্রণ করা।

ঘ) ব্যবহারকারীর কর্মতৎপরতা নিয়ন্ত্রণ করা।


উপাত্ত স্থানান্তরের ক্ষেত্রে সিকিউরিটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে ডিস্ট্রিবিউটেড ডাটাবেজের ক্ষেত্রে যা বিভিন্ন ভৌগলিক দূরত্বে অবস্থান করে।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*