Home » » কর্পোরেট ডেটাবেজ কী

কর্পোরেট ডেটাবেজ কী

কর্পোরেট ডেটাবেজ কী

কর্পোরেট ডাটাবেজ হচ্ছে কোনো শিল্প/প্রতিষ্ঠানের শুরু থেকে বর্তমান পর্যন্ত সকল ধরনের উদ্যোগ ও কাজ সম্পর্কিত তথ্য। এতে কোনো ব্যবসায়ের সমস্ত কার্যকলাপের তথ্য থাকে। এখানে প্রতিষ্ঠানের ইতিহাস সম্পর্কিত তথ্যও থাকে। বড় বড় ব্যাংক, শিল্প-কলকারখানা, সরকারি-বেসকারকারি প্রতিষ্ঠান আন্তঃযোগাযোগ ব্যবস্থার জন্য এক ধরনের ডাটাবেজ সফটওয়্যার ব্যবহার করে। এ ধরনের ডাটাবেজ সফটওয়্যারকে কর্পোরেট ডাটাবেজ বলে। কর্পোরেট ডাটাবেজ নেটওয়ার্ক ভিত্তিক হয়ে থাকে। ফলে সহজে প্রধান সার্ভার ডাটাবেজের সাথে সাব-অফিসগুলো যোগাযোগ রক্ষা করতে পারে।

কর্পোরেট ডেটাবেজের ব্যবহার

১। বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান যেমন: শিল্প-কারখানায় উৎপাদন, মজুদ পরিমাণ, স্টোর ইত্যাদি বিশ্লেষণের জন্য এ ধরনের ডাটাবেজ ব্যবহার করা হয়।

২। কলকারখানায় আয়-ব্যয় হিসেবের জন্যও ব্যবহার করা হয়।

৩। কলকারখানায় চাহিদা-অর্ডার বিশ্লেষণের জন্য।

৪। বিভিন্ন দেশের বিমানের রিজার্ভেশন ও সিডিউলিং ইত্যাদির তৈরির ক্ষেত্রে।

৫। কৃষি সংক্রান্ত যাবতীয় তথ্য সংরক্ষণের জন্য; ইত্যাদি।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*