মাইক্রোসফট এক্সেল এ রো এর উচ্চতা বাড়াবেন কিভাবে?
প্রথমে মাইক্রোসফট এক্সেল ওপেন করুন ও আপনার প্রয়োজনীয় ফাইলটি ওপেন করুন। তারপর
১। যে রো গুলোর উচ্চতা বাড়াতে চান সেগুলো সিলেক্ট করুন।
২। স্ক্রীনের উপরের দিকে Home মেনু ক্লিক করুন।
৩। এবার Home মেনু এর ডানদিকে উপরে Format অপশনে ক্লিক করুন।
৪। Row Height ক্লিক করুন।
৫। এখন ছোট একটি ডায়ালগ বক্স আসবে তার মধ্যে প্রয়োজনীয় সংখ্যা যেমন: ২০ বা ৩০ বা ৩৫ ইত্যাদি টাইপ করে Ok দিন। যদি রো এর উচ্চতা আরও বড় বা ছোট করতে চান তাহলে একই ভাবে Format তারপর Row Height থেকে সংখ্যা কম/বেশি টাইপ করে Ok দিন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions