কম্পিউটারের ইনপুট হার্ডওয়্যার :
কম্পিউটার মূলত প্রক্রিয়াকরণের কাজ করে। তবে আমরা যা করতে চাই প্রথমে তা ইনপুটের মাধ্যমে কম্পিউটারকে জানাতে হবে। তবেই কম্পিউটার সেই মতো কাজটি করবে। কিন্তু কম্পিউটার তো আমাদের ভাষা বোঝে না। তার রয়েছে যান্ত্রিক ভাষা। তাই আমাদের ভাষা যেমন: A B C D, ক খ গ ঘ অথবা ১ ২ ৩ ৪ ইত্যাদির রূপান্তর করেই কম্পিউটারে ইনপুট করতে হয়। কম্পিউটারে কোনকিছু ইনপুটের প্রধান মাধ্যম হলো কীবোর্ড। এছাড়া ইনপুট দেয়ার জন্য মাউস, টাচপ্যাড, জয়স্টিক, স্ক্যানার ইত্যাদি রয়েছে। এসব যন্ত্রকে একসঙ্গে ইনপুট হার্ডওয়্যার বলে। অর্থাৎ যেসব যন্ত্র বা যন্ত্রাংশের মাধ্যমে কম্পিউটারে কোন তথ্য প্রবেশ করানো হয়, সেগুলোই হলো ইপুট হার্ডওয়্যার বা ইনপুট ডিভাইস।
ইনপুট হার্ডওয়্যারকে আবার দুভাগে ভাগ করা হয়। যথা:
১। বোর্ড এন্ট্রি
২। ডাইরেক্ট এন্ট্রি
ইনপুট হার্ডওয়্যারের যন্ত্রাংশগুলো হল:
১। কীবোর্ড
২। মাউস
৩। টার্মিনাল
৪। জয়স্টিক
৫। ট্র্যাক বল
৬। টাচ প্যাড
৭। লাইট পেন
৮। টাচ স্ক্রীন
৯। গেম প্যাড
১০। স্ক্যানার
১১। বারকোড রিডার
১২। অপটিক্যাল রিডার : ওসিআর, ওএমআর
১৩। ডিজিটাইজিং ট্যাবলেট
১৪। স্মার্টকার্ড
১৫। মাইক্রোফোন
১৬। ডিজিটাল ক্যামেরা
১৭। ডিজিটাল ভিডিও ক্যামেরা ইত্যাদি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions