Home » » ক্লাউড কম্পিউটিং কি

ক্লাউড কম্পিউটিং কি

ক্লাউড কম্পিউটিং কী

ইন্টারনেটে সংযুক্ত হয়ে কিছু গ্লোবাল সুবিধা ভোগ করার যে পদ্ধতি গড়ে উঠেছে তাকে ক্লাউড কম্পিউটিং বলা হয়। 

Cloud-Computing

ক্লাউড কম্পিউটিং এ ক্লাউড শব্দদি রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। ক্লাউড কম্পিউটিং এর মূল কথা হলো নিজের ব্যবহৃত কম্পিউটারের হার্ড ড্রাইভের পরিবর্তে ইন্টারনেট সেবা প্রদানকারী কোন প্রতিষ্ঠানের নিকট হতে সার্ভিস বা হার্ডওয়্যার ভাড়া নেয়া।

 

ক্লাউড কম্পিউটিং বলতে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন অ্যাপ্লিকেশন ও সেবা প্রদানকে বুঝায়। 

এটি তথ্য প্রযুক্তি সেবা সরবরাহের জন্য একটি মডেল, যেখানে রিসোর্সগুলো ইন্টারনেট থেকে ওয়েবভিত্তিক টুল ও অ্যাপ্লিকেশনসমূহের মাধ্যমে উত্তোলন করা হয়।

 

ক্লাউড কম্পিউটিং এর তিনটি বৈশিষ্ট থাকে:

- ছোট বা বড় যাই হোক ক্রেতার সব ধরনের চাহিদাই মেটাতে হবে।

- ক্রেতা যখন চাইবে, তখনই সেবা দিতে হবে।

- ক্রেতা যতটুকু ব্যবহার করতে, ততটুকুর জন্যই মূল্য দেবে।


অর্থাৎ কম্পিউটার ও ডেটা স্টোরেজ সহজে, ক্রেতার সুবিধামত চাহিবামাত্র এবং ব্যবহার অনুযায়ী ভাড়া দেওয়ার সিস্টেম হলো ক্লাউড কম্পিউটিং।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *