এফটিপি কি
File Transfer Protocol এর সংক্ষিপ্ত রূপ হলো এফটিপি (FTP)। এটি ইন্টারনেট মাধ্যম ব্যবহার করে ফাইল আদান-প্রদানের জন্য ব্যবহৃত প্রটোকল। এফটিপি এর মাধ্যমে ব্যবহারকারী অন্যের কম্পিউটার হতে ফাইল প্রয়োজনানুযায়ী নিজের কম্পিউটারে নিতে পারে যাকে ডাউনলোড বলে। আবার নিজের কম্পিউটার হতে সার্ভারে কোন ফাইল প্রয়োজন হলে পাঠানো যায় একে আপলোড বলে। আপলোড বা ডাউনলোডের জন্য সার্ভারে উপযুক্ত পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হয়। ইন্টারনেটের বুলেটিন বোর্ডে কোন ওয়েবপেজ স্থাপন করার জন্যও এই প্রটোকল ব্যবহৃত হয়। সাধারনত দ্রুত গতিতে ফাইল বা সফটওয়্যার ডাউনলোড বা আপলোড করার ক্ষেত্রে এফটিপি ব্যবহার করা হয়। কয়েকটি উল্লেখযোগ্য এফটিপি সফওয়্যার হলো WS-FTP, Fetch ইত্যাদি। সার্ভারে এক্সেস সাধারণত দু’ভাবে দেওয়া হয়।
১ । প্রাইভেট এক্সেস (Private Access)
২। পাবলিক এক্সেস (Public Access)
এফটিপি সার্ভার যেখাবে কাজ করে:
আপলোডের ক্ষেত্রে:
ব্যবহারকারীর কম্পিউটার - থেকে - এফটিপি প্রোগ্রাম - থেকে - রিমোট কম্পিউটার
আবার ডাউনলোডের ক্ষেত্রে:
রিমোট কম্পিউটার - থেকে - এফটিপি প্রোগ্রাম - থেকে - ব্যবহারকারীর কম্পিউটার
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions