আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য
কম্পিউটার শব্দটির অর্থ গণনাকারী কিন্ত এখন আর কম্পিউটারকে শুধুমাত্র গণনাকারী যন্ত্র হিসেবে সংঙ্গায়িত করা হয় না। কারণ আধুনিক কম্পিউটার মাল্টিটাস্কের জন্য উপযোগী। আধুনিক কম্পিউটার অনেক বৈশিষ্ট্যসম্পন্ন।
আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্যসমূহ নিম্নে দেয়া হলো:
১। দ্রুত গতি সম্পন্ন : আধুনিক কম্পিউটার অবিশ্বাস্য দ্রুতগতিতে কাজ করে। কম্পিউটারের এই দ্রুতগতিসম্পন্ন হিসাবের কাজকে মিলিসেকেন্ড, ন্যানোসেকেন্ড এবং পিকোসেকেন্ড ইত্যাদি সময়ের এক হিসেবে ভাগ করা যায়।
২। নির্ভুলতা
৩। সূক্ষতা
৪। বিশ্বাসযোগ্যতা
৫। ক্লান্তিহীনতা
৬। স্মৃতিশক্তি
৭। স্বয়ংক্রিতা
৮। বহুমুখিতা
৯। যুক্তিসঙ্গত সিদ্ধান্ত
১০। অসীম জীবনীশক্তি
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions