হাইপারলিংক কি
Hyperlink কি?
একটি সম্পূর্ণ ওয়েব প্রেজেন্টেশন হচ্ছে একাধিক HTML ডকুমেন্টের সমষ্টি। আমরা যখন কোনো ওয়েবপেইজ ওপেন করি তখন প্রথমে আমাদের সামনে যে পেইজটি আসে সেটি হলো হোম পেইজ। হোম পেইজের বিভিন্ন স্থানে ক্লিক করলে আরও নতুন নতুন পেইজ আসে। ওয়েবে হোম পেইজসহ প্রতিটি পেইজই এক একটি স্বতন্ত্র HTML ফাইল।
অর্থাৎ প্রতিটি স্বতন্ত্র ফাইলের সাথে হোম পেজের একটি সংযোগ দেয়া আছে। আর এই সংযোগকেই লিংক বা হাইপারলিংক বলে। ওয়েবের ভাষায় বলতে গেলে হাইপারলিংক হলো ওয়েবের একটি রিসোর্সে অবস্থিত কোনো রেফারেন্স (কোনো ঠিকানা)। HTML পেজ, ইমেজ, সাউন্ড ফাইল, মুভি ইত্যাদি রিসোর্সকে হাইপারলিংক দিয়ে নির্দেশ করা হয়।
কোনো ডকুমেন্টের অভ্যন্তরে হাইপারলিংকের সম্ভাব্যকে নির্ধারণ করার জন্য অ্যাংকর টার্মটি ব্যবহৃত হয়। হাইপারলিংক এবং অ্যাংকর উভয়ই নির্ধারণ করতে অ্যাংকর এলিমেন্ট <a> ব্যবহৃত হয়। HTML লিংকের সিনট্যাক্স হলো:
<a href="url"> Link Text </a>
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions