Home » » সার্চ ইঞ্জিন কি

সার্চ ইঞ্জিন কি

সার্চ ইঞ্জিন কি

সার্চ ইঞ্জিন হলো এমন এক ধরনের টুলস যার সাহায্যে ইন্টারনেটের অজস্র ওয়েব সার্ভার থেকে সহজেই যেকোনো তথ্য খুঁজে বের করা যায়। সার্চ ইঞ্জিন হলো এমন একটি টুলস যা সমস্ত ইন্টারনেট বিস্তৃত ওয়েবসাইট গুলোকে আয়ত্তের মধ্যে রাখে। 

সহজ কথায় বলা যায়, যে ওয়েবসাইটের মাধ্যমে ইন্টারনেটে কোনো তথ্য, ইমেজ, অডিও বা ভিডিও ইত্যাদি খোঁজা হয় সেই ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন বলা হয়। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত সার্চ ইঞ্জিন হলো গুগল। গুগল ডট কম কে সার্চ ইঞ্জিন জায়ান্ট বলা হয়। এছাড়া বর্তমানে মাইক্রোসফট কোম্পানীর নতুন সার্চ ইঞ্জিন বিং ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে।

ওর্য়াল্ড ওয়াইড ওয়েবে এমন কিছু ওয়েবসাইট রয়েছে যাদের কাজই হলো ওয়েব সার্চ এবং চাহিদানুযায়ী বিভিন্ন ওয়েব পেজের নাম নিয়ে আসা। মূলত এই ওয়েবসাইটগুলোকে সার্চ ইঞ্জিন বলে। সার্চ ইঞ্জিনগুলো ব্রাউজিংকারীর প্রয়োজনীয় ওয়েব পেজের ঠিকানা খুঁজে বের করে দেয়। সার্চ ইঞ্জিনের নির্দিষ্ট জায়গায় কোন শব্দ বা বাক্য লিখে এন্টার করলে ঐ শব্দ বা বাক্য সম্বলিত ওয়েব পেজগুলোর লিস্ট স্ক্রিনে চলে আসে।

 

বহুল ব্যবহৃত কিছু জনপ্রিয় সার্চ ইঞ্জিন হলো-

গুগল: google.com

ইয়াহু: yahoo.com / বিং: bing.com

আস্ক: ask.com

আমাজান: amazon.com


সার্চ ইঞ্জিনকে ডিজাইন করা হয়েছে ইনফরমেশন সার্চ করার জন্য। এগুলো ওর্য়াল্ড ওয়াইড ওয়েব এবং এফটিপি সার্ভারে সার্চ করার পর যে তথ্য পাই সেটি সাধারণত ওয়েব পেইজ, ইমেজ, তথ্য এবং অন্য যেকোনো ফাইল খুজে বের করে দেয়। অর্থাৎ সার্চ ইঞ্জিন হচ্ছে একটি সফটওয়্যার প্রোগ্রাম অথবা টুলস টি সার্চ কিওয়ার্ডের উপর ভিত্তিকরে বিভিন্ন ওয়েবসােইট খুজে বের করে দেয়।


বাংলাদেশী সার্চ ইঞ্জিন :

বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন হলো ‘পিপিলিকা’। এটি ২০১৩ সালে চালু হয়। বাংলাদেশের দ্বিতীয় সার্চ ইঞ্জিন ‘চরকি’।


এছাড়া ‘জাতীয় তথ্য বাতায়ন’ হলো ২৫ হাজার ওয়েবসাইটের সমন্বয়ে তৈরি বিশ্বের সবচেয়ে বড় ওয়েব পোর্টাল। এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন A2i প্রজেক্টের অধীনে নির্মান করা হয়। ‘জাতীয় তথ্য বাতায়ন’ উদ্বোধন করা হয় ২০১৪ সালের ২৩শে জুন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *