স্ক্রল কাকে বলে
ডকুমেন্ট উইন্ডোর নির্ধারিত জায়গার চেয়ে দৈর্ঘ্য বা প্রস্থে বড় হয়ে গেলে এই বাড়তি অংশ দেখার জন্য উইন্ডোর পাশে বা নিচে এক ধরনের অনুভুমিক বা উলম্ব বারের ব্যবস্থা থাকে। এই বারকে পাশাপাশি বা উপর-নিচ টেনে টেনে ডকুমেন্ট দেখা হয়। ডকুমেন্টকে এভাবে সঞ্চালিত করে প্রদর্শনকে স্ক্রল বা স্ক্রলিং বলা হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions