স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ কি
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সহজ ও সংক্ষিপ্ত সংস্করণ হলো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এ মাধ্যমে নতুন প্রোগ্রামার সহজেই বিভিন্ন প্রোগ্রামিংয়ের কাজ করতে পারেন। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজে বাক্য গঠনরীতি সহজ ও নবীনদের শেখার উপযোগী। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ অ্যাপ্লিকেশন তৈরি করা সম্ভব, কিন্তু স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তা সম্ভব নয়। স্ক্রিপ্টে লেখা প্রোগ্রাম চালানো হয় কোন অ্যাপ্লিকেশনের অধীনে। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রাম রান করার আগে কম্বাইল বা মেশিন কোডে রূপান্তর করা অপরিহার্য নয়।
ডায়নামিক ওয়েব পেজের চালিকাশক্তি হলো স্ক্রিপ্ট বা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। কেবল এইচটিএমএল ও সিএসএস (স্টাইলশিট) ব্যবহার করে গতিময় ও ইন্টার্যাকটিভ ওয়েব পেজ তৈরি করা সম্ভব হয় না। ওয়েব পেজে ইন্টার্যাকটিভি আনার জন্য প্রয়োজন হয় প্রোগ্রামিংয়ের। ওয়েব পেজে এ প্রোগ্রামিংয়ের কাজটি করা হয় বিভিন্ন ধরনের স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। যেমন: পিএইচটি, জাভাস্ক্রিপ্ট ইত্যাদি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions