Home » » মাইক্রোসফট ওয়ার্ডে পেইজ নম্বর দিবেন কিভাবে?

মাইক্রোসফট ওয়ার্ডে পেইজ নম্বর দিবেন কিভাবে?

Page Number

 

মাইক্রোসফট ওয়ার্ডে একাধিক পেইজ থাকলে পেইজ নম্বর দেয়াটা ভালো তাহলে সহজে বুঝা যায় কোনটা কতো নম্বর পেইজ ।

 

নিম্নোক্ত উপায়ে মাইক্রোসফট ওয়ার্ডে পেইজ নম্বর দিতে পারবেন:

১। প্রথমে Insert মেনু ক্লিক করুন।

২। Page Number অপশনে ক্লিক করুন।

৩। একটি মেনু বা লিস্ট দেখাবে তার মধ্যে থেকে Top of Page ক্লিক করলে প্রতি পেজের উপরে পেজ নং দিতে পারবেন আর Bottom Of Page ক্লিক করলে প্রতিটি পেজের নিচের দিকে পেজ নং দেয়া যাবে। এখানে Left, Center, Right অনেকগুলো অপশন দেখাবে এই অপশন থেকে প্রয়োজনীয় অপশনটিতে মাউস ক্লিক করতে হবে।

৪। পেজ নং দেয়া হয়ে গেলে Header/Footer এর বর্ডার/দাগটি সরানোর জন্য পেইজের উপর ডাবল ক্লিক করুন অথবা কিবোর্ড থেকে ESC বাটন চাপতে হবে।

 







0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*