Home » » মাইক্রোসফট ওয়ার্ডে পেইজ নম্বর মুছে ফেলবেন কিভাবে?

মাইক্রোসফট ওয়ার্ডে পেইজ নম্বর মুছে ফেলবেন কিভাবে?

 Remove Page No.

মাইক্রোসফট ওয়ার্ডে পেইজ নম্বর দেয়ার পর যদি চান সেটি মুছে ফেলবেন কিংবা আগে থেকে কোন ফাইলে পেইজ নম্বর দেয়া আছে, আপনি চাচ্ছেন সেটি মুছে ফেলবেন। তাহলে কিভাবে পেইজ নম্বর মুছে ফেলবেন বা বাতিল করবেন? জেনে নিন!


মাইক্রোসফট ওয়ার্ডে পেইজ নম্বর বাতিল করার পদ্ধতি:

১। প্রথমে Insert মেনু ক্লিক করুন।

২। Page Number অপশনে ক্লিক করুন। 

৩। এবার একটি লিস্ট দেখাবে, তারমধ্যে থেকে Remove Page Number ক্লিক করুন।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*