Home » » এজিপি কার্ড কি?

এজিপি কার্ড কি?

এজিপি কার্ড (AGP Card) : 

AGP এর পূর্ণরূপ হচ্ছে Accelerated Graphics Port। উন্নতমানের গ্রাফিক্স, ভিডিও গেম ইত্যাদি প্রদর্শণের জন্য এ ধরনের পোর্ট ব্যবহৃত হয়। বর্তমানে সকল মাদারবোর্ডে এজিপি পোর্ট থাকে। মাদারবোর্ডে এজিপি কার্ড স্থাপনের জন্য ভিন্ন কালারের আলাদা এজিপি স্লট থাকে, এ স্লটে যে কার্ড স্থাপন করা হয় তাকে মূলত সেটিই এজিপি কার্ড। এখানে অন্য কোন কার্ড লাগানো যায় না। এ কার্ডে ১৩৩ মেগাহার্টস গতিতে তথ্য সঞ্চালনের হার সর্বোচ্চ ৫৩৩ মেগাবাইট/সেকেন্ড।

0 comments:

Post a Comment

Comment below if you have any questions

Contact form

Name

Email *

Message *