Home » » এয়ারপ্লেন মোড কি?

এয়ারপ্লেন মোড কি?

এয়ারপ্লেন মোড (Airplane Mode) :

এটি ফ্লাইট মোড নামেও পরিচিত। এই মোডে গেলে মোবাইলের রেডিও অংশ অকার্যকর থাকে, ফলে রেডিও ট্রান্সমিটারের সাথে সম্পৃক্ত এর সকল ফাংশন এই মোডে কাজ করবে না। তবে মোবাইলের যে সমস্ত অংশ পরিচালনার জন্য রেডিও ট্রান্সমিটারের প্রয়োজন হয় না সেগুলো এই মোডে কার্যকর থাকে। যেমন: মিউজিক প্লেয়ার, অর্গানাইজার, এ্যালার্ম ক্লক প্রভৃতি। এই মোড গুরুত্বপূর্ণ, কেননা অধিকাংশ এ্যারোপ্লেন তাদের যাত্রার সময় কোনো ওয়ারলেস ডিভাইসের ব্যবহারে অনুমতি দেয় না।

0 comments:

Post a Comment

Comment below if you have any questions

Contact form

Name

Email *

Message *