Home » » অ্যাজাক্স কি?

অ্যাজাক্স কি?

 অ্যাজাক্স (AJAX) :

Asynchronous JavaScript and XML এর সংক্ষিপ্ত রূপ হলো AJAX (অ্যাজাক্স)। অ্যাজাক্সের মাধ্যমে কোনো জাভাস্ক্রিপ্ট XML Http Request অবজেক্ট দিয়ে সরাসরি সার্ভারের সাথে যোগাযোগ করতে পারে। 

এই অবজেক্ট দিয়ে পেইজ রিলোড করা ছাড়াই জাভাস্ক্রিপ্ট একটি ওয়েব সার্ভারের সাথে ডেটা নিয়ে কাজ করতে পারে। ব্রাউজার এবং ওয়েব সার্ভারের মধ্যে অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সফার (HTTP Request) ব্যবহার করে আজাক্স ওয়েব পেইজগুলোকে সার্ভার থেকে পুরো পেইজের বদলে অল্প কিছু তথ্য অনুরোধ হিসেবে পাঠানোর সুযোগ দেয়। অ্যাজাক্সের এই কৌশল ইন্টারনেট অ্যাপ্লিকেশনগুলোকে ক্ষুদ্রতর, দ্রুততর আরও বেশি উইজার ফ্রেন্ডলি করে তুলেছে।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*