অ্যাডওয়্যার (Adware) :
অ্যাডওয়্যার হল একটি সফটওয়্যার, যা ওয়েবের মাধ্যমে একটি রিমোট কম্পিউটার দ্বারা অন্য কারো কম্পিউটারে ইন্সটল যায়। ব্যবহারকারী কর্তৃক ডাউনলোডকৃত বিনামূল্যের বিভিন্ন ইউটিলিটিগুলো হিডেন সফটওয়্যার ইন্সটল করে ফেলতে পারে- যেগুলো ব্যবহারকারী কর্তৃক ভিজিটকৃত ওয়েব সাইটসমূহ এবং ব্যবহারকারীর কম্পিউটারের অন্যান্য তথ্যের বিস্তারিত (ব্যবহারকারীর ইমেইল অ্যাড্রেসও অন্তর্ভূক্ত করতে পারে) উক্ত ইউটিলিটিগুলোর নির্মাতাদের কাছে পাঠিয়ে দেয়। সাধারণত পপ-আপ অ্যাড ও স্পাম ছড়ানোর লক্ষ্য নিয়ে এই কাজগুলো করা হয়।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions