গুগল অ্যাডওয়ার্ডস (Google AdWords) :
গুগল অ্যাডওয়ার্ডস হলো গুগলের প্রধান বিজ্ঞাপন পণ্য এবং আয়ের অন্যতম বড় একটি উৎস।
গুগল অ্যাডওয়ার্ডস টি পে-পার-ক্লিক (Pay-Per-Click) সুবিধা প্রদান করে অর্থাৎ কস্ট পার ক্লিক (Cost per Click) CPC বিজ্ঞাপন, কস্ট পার থাউজেন্ড ইমপ্রেশনস (Cost per thousand impressions) বা Cost per mile (CPM) বিজ্ঞাপন এবং টেক্সট, ব্যানার ও রিচ-মিডিয়া অ্যাডের জন্য সাইট টার্গেটকৃত বিজ্ঞাপন।
গুগল অ্যাডওয়ার্ডস প্রোগ্রামটি স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক বিতরণকে অন্তর্ভূক্ত করে। গুগলের টেক্সট বিজ্ঞাপনগুলো সংক্ষিপ্ত হয়, যাতে ২৫ ক্যারেক্টার নিয়ে গঠিত একটি হেডলাইন এবং প্রতিটি ৩৫ ক্যারেক্টারের আরও দুটি টেক্সট লাইন থাকে। ইমেজ অ্যাডগুলো এক বা একাধিক ভিন্ন ভিন্ন ইন্টার্যাকটিভ অ্যাডভার্টাইজিং ব্যুরো স্টান্ডার্ড সাইজের হতে পারে।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions