মাইক্রোসফট এক্সেল ফাইলে পেজ নম্বর বসাবেন যেভাবে:
১া প্রথমে প্রয়োজনীয় এক্সেল ফাইলটি ওপেন করুন তারপর মেনুবার থেকে Insert ক্লিক করুন।
২। Header & Footer ক্লিক করুন। অথবা Text ক্লিক করুন তারপর Header & Footer ক্লিক করুন।
৩। এবার এক্সেল প্রোগ্রামটি পেজ লেআউট ভিউতে দেখাবে। এর মধ্যে পেজের বামে উপরে, মাঝে ও ডানে যেখানে পেজ নং দিতে চান মাউস ক্লিক করুন।
৪। উপরের Design ট্যাবের মধ্যে Page Number অপশনে ক্লিক করুন। তাহলেই পেজ নং দেখাবে। অনেক সময় # এরকম হ্যাস চিহ্ন দেখাতে পারে, তাতে কোন সমস্যা নেই, প্রিন্ট ভিউতে গেলে দেখতে পাবেন ঠিকমতো পেজ নং দেখাচ্ছে।
৫। এবার পেজের উপর ক্লিক করুন। পেজের নিচের দিকে পেজ নম্বর দিতে চাইলে মাউসের চাকা স্ক্রল করে অর্থাৎ ঘুরিয়ে পেজের নিচের দিকে আসুন। উপরের মতো একই ভাবে বামে, মাঝে বা ডানে যেখানে পেজ নং দিতে চান মাউস ক্লিক করুন।
৬। আগের মতো উপরে Design ট্যাব ক্লিক করুন এবং Page Number অপশনে ক্লিক করুন। তারপর পেজের মধ্যে মাউস ক্লিক করুন।
৭। পেজ লেআউট ভিউ থেকে নরমাল অবস্থায় ফিরে যাওয়ার জন্য View মেুন ক্লিক করুন তারপর Normal ক্লিক করুন। অথবা স্ক্রীনের নিচের দিকে স্ট্যাটাস বারে Normal আইকনে মাউস ক্লিক করুন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions