এক্সেল ফাইলের পৃষ্ঠা নম্বর মুছে ফেলবেন যেভাবে:
১। যে এক্সেল ফাইলের পৃষ্ঠা নম্বর মুছে ফেলতে চান প্রথমে সেটি ওপেন করুন।
২। এখন মেনুবার থেকে Insert ক্লিক করুন।
৩। Header & Footer ক্লিক করুন অথবা Text Click করুন তারপর Header & Footer ক্লিক করুন।
৪। এখন পৃষ্ঠা নম্বর দেখাবে, সিলেক্ট করে কিবোর্ড থেকে Delete করে দিন।
আর ফুটারের অর্থাৎ পেজের নিচের দিকের পৃষ্ঠা নম্বর মুছে দেয়ার জন্য পেজের মধ্যে মাউস ক্লিক করুন। তারপর মাউসের চাকা ঘুরিয়ে পৃষ্ঠার নিচের দিকে আসুন এবং উপরের মতো একইভাবে পেজ নম্বর সিলেক্ট করে ডিলিট করে দিন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions