১। কম্পিউটার সংগঠন বা হার্ডওয়্যার এর প্রধান অংশ কয়টি?
ক) দুটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি
উত্তর: তিনটি
২। কম্পিউটারের হার্ডওয়্যারকে প্রাথমিকভাবে কয় ভাগে ভাগ করা যায়?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
উত্তর: তিন
৩। সফটওয়্যার মূলত কি?
ক) সহায়ক শক্তি
খ) রাসায়নিক শক্তি
গ) দৃশ্য শক্তি
ঘ) অদৃশ্য শক্তি
উত্তর: অদৃশ্য শক্তি
৪। কম্পিউটারের প্রাণ কোনটি?
ক) হার্ডওয়্যার
খ) সফটওয়্যার
গ) মাইক্রোপ্রসেসর
ঘ) সিপিইউ
উত্তর: সফটওয়্যার
৫। কোনটি কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ?
ক) হার্ডওয়্যার
খ) সফটওয়্যার
গ) অপারেটিং সিস্টেম
ঘ) এপ্লিকেশন
উত্তর: সফটওয়্যার
৬। সফটওয়্যার কত প্রকার?
ক) ২ প্রকার
খ) ৪ প্রকার
গ) ৭ প্রকার
ঘ) ৯ প্রকার
উত্তর: ২ প্রকার
0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions