Home » » কম্পিউটারের ইতিহাস সম্পর্কে সাধারণ জ্ঞান

কম্পিউটারের ইতিহাস সম্পর্কে সাধারণ জ্ঞান

১। রোমান ভাষায় ক্যালকুলি (Calculi) - এর বাংলা অর্থ কি?

ক) পাথর

খ) নুড়ি

গ) মার্বেল

ঘ) ইটের টুকরো

উত্তর:  নুড়ি

 

২। ইনকা মানবগোষ্ঠী তথ্য বিনিময়ের জন্য কী ব্যবহার করতো?

ক) এ্যাবাকাস

খ) নুড়ি

গ) গিঁট দেওয়া দড়ি

ঘ) শস্যের দানা

উত্তর:  গিঁট দেওয়া দড়ি

 

৩। প্রথম গণনাযন্ত্র কোনটি?

ক) মার্ক-১

খ) ইউনিভ্যাক

গ) এডভ্যাক

ঘ) এ্যাবাকাস

উত্তর:  এ্যাবাকাস

 

৪। জাপানে এ্যাবাকাসকে কী বলা হয়?

ক) সারোবান

খ) নেপিয়ার হার

গ) ডিফারেন্স ইঞ্জিন

ঘ) স্কোটিয়া

উত্তর:  সারোবান

 

৫। জাপানের প্রথম গণনাযন্ত্রের নাম কী?

ক) স্কোটিয়া

খ) ইনকা

গ) মার্ক-১

ঘ) সারোবান

উত্তর: সারোবান

 

৬। রাশিয়ায় এ্যাবাকাসকে কী বলা হয়?

ক) সারোবান

খ) স্কোটিয়া

গ) ইনকা

ঘ) উপরের সবগুলো

উত্তর:  স্কোটিয়া

 

৭। ১৬১৪ সালে কে লগারিদমের সারণি তৈরি করেন?

ক) জন নেপিয়ার

খ) চার্লস ব্যাবেজ

গ) স্যামুয়েল মরল্যান্ড

ঘ) গটফ্রাইড উইলহেম লিবনিজ

উত্তর:  জন নেপিয়ার

 

৮। ১৬৩০ সালে প্রথম তৈরি হয় কি?

ক) এ্যাবাকাস

খ) নেপিয়ারের হাড়

গ) স্লাইড রুল

ঘ) প্যাসকেলের যন্ত্র

উত্তর:  স্লাইড রুল

 

৯। গণনা যন্ত্রে গিয়ারের সাহায্যে চাকা চালানোর পদ্ধতি ব্যবহার করেন কে?

ক) ব্লেইজ প্যাস্কেল

খ) চার্লস ব্যাবেজ

গ) বিল গেটস

 ঘ) জন নেপিয়ার

উত্তর: ব্লেইজ প্যাস্কেল

 

১০। কোন বিজ্ঞানী ১৬৩০ সালে প্রথম স্লাইডরুল তৈরি করেন?

ক) জন নেপিয়ার

খ) উইলিয়াম অটরডে

গ) চালর্স ব্যাবেজ

ঘ) আইজাক নিউটন

উত্তর:  উইলিয়াম অটরডে

 

১১। পুনঃপুন যোগের মাধ্যমে গুণের পদ্ধতি আবিস্কার করেন কে?

ক) ব্যাবেজ

খ) উইলকিস

গ) লিবনিজ

ঘ) মউসলি

উত্তর: লিবনিজ

 

১২। কোন যন্ত্রটি চার্লস ব্যাবেজ এর তৈরি?

ক) এ্যাবাকাস

খ) কমপ্লেক্স কম্পিউটার

গ) ডিফারেন্স ইঞ্জিন

ঘ) এনিয়াক

উত্তর: ডিফারেন্স ইঞ্জিন

 

১৩।  কম্পিউটারের জনক বলা হয় কাকে?

ক) ড. হাওয়ার্ডকে

খ) এইচ. আইকেনকে

গ) চার্লস ব্যাবেজকে

ঘ) বিল গেটসকে

উত্তর: চার্লস ব্যাবেজকে

 

১৪। চার্লস ব্যাবেজ কত সালে এ্যানালিটিক্যাল ইঞ্জিন তৈরির পরিকল্পনা গ্রহণ করেন?

ক) ১৮২২

খ) ১৮৩৩

গ) ১৮৭১

ঘ) ১৮৭৬

উত্তর: ১৮৩৩

 

১৫। চার্লস ব্যাবেজ কোন দেশের নাগরিক?

ক) বাংলাদেশের

খ) ব্রিটেন

গ) ইন্ডিয়া

ঘ) পাকিস্তান

 উত্তর: ব্রিটেন

 

১৬। IBM এর পূর্ণ নাম কী?

ক) International Business Machine

খ) International Business Management

গ) International Ballistic Missile

ঘ) Intel Business Machine

উত্তর:  International Business Machine

 

১৭। পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনাযন্ত্রের নাম কি?

ক) EDSAC

খ) EDVAC

গ) UNIVAC

ঘ) MARK-1

উত্তর:  MARK-1

 

১৮। কোন যন্ত্রটি দিয়ে ২০ জন মানুষের একসঙ্গে ডেস্ক ক্যালকুলেটর দিয়ে দিয়ে কাজ করার সমান গতিতে কাজ করা যেত?

ক) এনিয়াক

খ) ইউনিভ্যাক

গ) মার্ক-১

ঘ) এডসাক

উত্তর:  মার্ক-১

 

১৯। মার্ক-১ এর দৈর্ঘ কত ছিল?

ক) ৬০ ফুট লম্বা

খ) ৭০ ফুট লম্বা

গ) ৮০ ফুট লম্বা

ঘ) ৫১ ফুট লম্বা

উত্তর: ৫১ ফুট লম্বা

 

২০। কত সালে প্রথম কম্পিউটারে সংরক্ষিত প্রোগ্রামের অভিধারণার জন্ম হয়?

ক) ১৯৪৫ সালে

খ) ১৯৪০ সালে

গ) ১৯৫১ সালে

ঘ) ১৯৭১ সালে

উত্তর:  ১৯৪৫ সালে

 

২১। সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কম্পিউটার কোনটি?

ক) মার্ক-১

খ) ইউনিভ্যাক

গ) এনিয়াক

ঘ) এবিসি

উত্তর: ইউনিভ্যাক

 

২২। সংরক্ষিত প্রোগ্রামবিশিষ্ট প্রথম কম্পিউটার এডসাক কে তৈরি করেন?

ক) মউসলি

খ) নিউম্যান

গ) উইলকিস

ঘ) আইকেন

উত্তর: নিউম্যান

 

২৩। প্রথম কম্পিউটার সরবরাহ করা হয় ব্যুরো অব সেন্সাস অফিসে। কোনটি এবং কখন?

ক) UNIVAC, 1951

খ) EDSAC, 1948

গ) EDVAC, 1952

ঘ) ENIAC, 1949

উত্তর:  UNIVAC, 1951

 

২৪। UNIVAC কম্পিউটার দ্বিতীয়টি আমেরিকার কোথায় সরবরাহ করা হয়?

ক) ব্যুরো অব সেন্সাস অফিসে

খ) বিমান বাহিনীতে

গ) আর্মি ম্যাপ সার্ভিসে

ঘ) এইচ ওয়াশিংটন ডিসিতে

উত্তর:  বিমান বাহিনীতে

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*