১। কম্পিউটার প্রজন্ম কয়টি?
ক) ৫টি
খ) ৪টি
গ) ৩টি
ঘ) ২টি
উত্তর: ৫টি
২। বর্তমানে ব্যবহৃত কম্পিউটারগুলো কোন প্রজন্মের?
ক) দ্বিতীয়
খ) তৃতীয়
গ) চতুর্থ
ঘ) পঞ্চম
উত্তর: চতুর্থ
৩। প্রথম প্রজন্মের প্রথম কম্পিউটার কোনটি?
ক) PDP-8
খ) IBM-360
গ) UNIVAC-1
ঘ) GE-600
উত্তর: UNIVAC-1
৪। এনিয়াক (ENIAC) এর ওজন ছিল কত টন?
ক) ৫
খ) ৬
গ) ৩০
ঘ) ৩৫
উত্তর: ৩০
৫। সংরক্ষিত প্রোগ্রামের ধারণা দেন কে?
অথবা
কম্পিউটার সংরক্ষিত প্রোগ্রামের ধারণার সূত্রপাত করেন কে?
ক) ড. গোল্ডস্টেইন
খ) ড. জন ভন নিউম্যান
গ) ড. জে. প্রেসপার একার্ট
ঘ) ড. জন ডব্লিউ. মসউলি
উত্তর: ড. জন ভন নিউম্যান
৬। মার্ক-৩ কোন প্রজন্মের কম্পিউটার?
ক) ১ম প্রজন্মের
খ) ২য় প্রজন্মের
গ) ৩য় প্রজন্ম
ঘ) ৪র্থ প্রজন্ম
উত্তর: ১ম প্রজন্মের
৭। প্রথম প্রজন্মের কম্পিউটারে ইনপুট আউটপুট হিসাবে কী ব্যবহার করা হতো?
ক) পাঞ্চকার্ড
খ) হার্ড ডিস্ক
গ) ফ্লপি ডিস্ক
ঘ) টেপড্রাইভ
উত্তর: পাঞ্চকার্ড
৮। ১৯৫১ সালের মার্চ মাসে ইউনিভ্যাক তৈরি করেন কে?
ক) মরিস উইলকিস এবং জন ভন নিউম্যান
খ) হারম্যান গোল্ডস্টেইন এবং হাওয়ার্ড এইচ আইকেন
গ) উইলিয়াম অটরডে এবং ব্লেইজ প্যাস্কেল
ঘ) জন মউসলি ও প্রেসপার একার্ট
উত্তর: জন মউসলি ও প্রেসপার একার্ট
৯। কত সালে ট্রানজিস্টর উদ্ভাবন করা হয়?
ক) ১৯৪৫ সালে
খ) ১৯৪৮ সালে
গ) ১৯৫২ সালে
ঘ) ১৯৫৪ সালে
উত্তর: ১৯৪৮ সালে
১০। ট্রানজিস্টর ব্যবহার করে তৈরি কম্পিটারগুলো কোন প্রজন্মের?
অথবা
১৯৬৪ সালে সর্বপ্রথম বাংলাদেশে স্থাপিত কম্পিউটারটি কোন প্রজন্মের ছিল?
ক) প্রথম প্রজন্মের
খ) দ্বিতীয় প্রজন্মের
গ) তৃতীয় প্রজন্মের
ঘ) চতুর্থ প্রজন্মের
উত্তর: দ্বিতীয় প্রজন্মের
১১। কোন প্রজন্মের কম্পিউটারে সর্বপ্রথম উচ্চতর প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয়েছিল?
ক) প্রথম প্রজন্ম
খ) দ্বিতীয় প্রজন্ম
গ) তৃতীয় প্রজন্ম
ঘ) চতুর্থ প্রজন্ম
উত্তর: দ্বিতীয় প্রজন্ম
১২। IBM 1400 কোন প্রজন্মের কম্পিউটার?
ক) প্রথম
খ) দ্বিতীয়
গ) তৃতীয়
ঘ) চতুর্থ
উত্তর: দ্বিতীয়
১৩। দ্বিতীয় প্রজন্মের সফল মিনিফ্রেম কম্পিউটার কোনটি?
ক) আরসি এ-৩০১
খ) মার্ক-২
গ) পিডিপি-৮
ঘ) আইবএম-৫০৭
উত্তর: আরসি এ-৩০১
১৪। জিই ২০০ কোন প্রজন্মের কম্পিউটার?
ক) প্রথম প্রজন্মের
খ) দ্বিতীয় প্রজন্মের
গ) তৃতীয় প্রজন্মের
ঘ) চতুর্থ প্রজন্মের
উত্তর: দ্বিতীয় প্রজন্মের
১৫। পিডিপি-৮ কোন ধরনের কম্পিউটার?
ক) সুপার কম্পিউটার
খ) মিনিফ্রেম কম্পিউটার
গ) মেইনফ্রেম কম্পিউটার
ঘ) মাইক্রো কম্পিউটার
উত্তর: মিনিফ্রেম কম্পিউটার
১৬। পিডিপি-৮ কোন প্রজন্মের কম্পিউটার?
ক) প্রথম
খ) দ্বিতীয়
গ) তৃতীয়
ঘ) চতুর্থ
উত্তর: তৃতীয়
১৭। মনোলিথিক ইনটিগ্রেটেড সার্কিট (MIC) ব্যবহার হয় কোন প্রজন্মের কম্পিউটারে?
ক) প্রথম
খ) দ্বিতীয়
গ) তৃতীয়
ঘ) চতুর্থ
উত্তর: তৃতীয়
১৮। কোন প্রজন্মের কম্পিউটারের সঙ্গে মনিটরের প্রচলন শুরু হয়?
ক) প্রথম প্রজন্ম
খ) দ্বিতীয় প্রজন্ম
গ) তৃতীয় প্রজন্ম
ঘ) চতুর্থ প্রজন্ম
উত্তর: তৃতীয় প্রজন্ম
১৯। নিম্নের কোনটি ৩য় প্রজন্মের কম্পিউটার?
ক) জিই ৬০০
খ) জিই ২০০
গ) আর সি এ ৩১০
ঘ) আই বি এম ৭০৯
উত্তর: জিই ৬০০
২০। ইন্টেল কোন দেশের কোম্পানী?
ক) জার্মানী
খ) যুক্তরাজ্য
গ) যুক্তরাষ্ট্র
ঘ) জাপান
উত্তর: যুক্তরাষ্ট্র
২১। ইন্টেল নামক প্রতিষ্ঠানের তৈরি প্রথম মাইক্রোপ্রসেসরের নাম কি?
অথবা, ১৯৭১ সালে তৈরি প্রথম মাইক্রোপ্রসেসরটি ছিল -
অথবা, প্রথম মাইক্রোপ্রসেসরটি কী নামে পরিচিত ছিল?
ক) ইন্টেল- ৮০০৮
খ) ইন্টেল-৪০০৮
গ) ইন্টেল-৪০০৪
ঘ) ইন্টেল-৪০০২
বি:দ্র: ইন্টেলের তৈরি প্রথম মাইক্রো প্রসেসরটি হলো ৪০০০ তবে ৪০০৪ মাইক্রোপ্রসেসরটি প্রথম বাজারে আসে।
২২। ১৯৭১ সালে তৈরি ইন্টেল ৪০০৪ মাইক্রো প্রসেসরটি কত বিটের ছিল?
ক) ২ বিটের
খ) ৪ বিটের
গ) ৮ বিটের
ঘ) ১২ বিটের
উত্তর: ১২ বিটের
২৩। ইন্টেল-৪০০৪ মাইক্রোপ্রসেসরে মোট কতটি ট্রানজিস্টর ব্যবহৃত হয়েছিল?
ক) ২২০০
খ) ২৩০০
গ) ২৪৪০
ঘ) ২৫১০
উত্তর: ২৩০০
২৪। মাইক্রোসফট কোম্পানী এর প্রধান সফটওয়্যার স্থপতির নাম কি?
ক) স্টিভ জবস
খ) চার্লস ব্যাবেজ
গ) বিল গেটস
ঘ) মারকুলা
উত্ত: বিল গেটস
২৫। ১৯৭১ সালে আবিস্কৃত হয় কি?
ক) স্লাইড রুলার
খ) লেজার প্রিন্টার
গ) সুপার কম্পিউটার
ঘ) মাইক্রোপ্রসেসর
উত্তর: মাইক্রোপ্রসেসর
২৬। কত সালে মেকিনটোস কম্পিউটার জন্ম নেয়?
ক) ১৯৮০ সালে
খ) ১৯৮২ সালে
গ) ১৯৮৪ সালে
ঘ) ১৯৮৫ সালে
উত্তর: ১৯৮৪ সালে
২৭। মাইক্রো কম্পিউটারের মূল অংশ কি?
ক) ভিজিএ র্যাম
খ) মাদারবোর্ড
গ) মাইক্রোপ্রসেসর
ঘ) মনিটর
উত্তর: মাইক্রোপ্রসেসর
২৮। মাইক্রোপ্রসেসর অতি ছোট মাপের অতি অল্প মাপের আয়তন বিশিস্ট কি দিয়ে তৈরি?
ক) প্লাটিনাম
খ) আয়রন
গ) ক্রোমিয়াম
ঘ) সিলিকন
উত্তর: সিলিকন
২৯। পঞ্চম প্রজন্মের কম্পিউটার হবে-
ক) কৃত্রিম বুদ্ধিসম্পন্ন
খ) কৃত্রিম বুদ্ধিহীন
গ) পরনির্ভরশীল
ঘ) যন্ত্রহীন
উত্তর: কৃত্রিম বুদ্ধিসম্পন্ন
0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions