কল ডাইভার্ট (Call Divert) :
কল ডাইভার্ট একটি মোবাইল ফোন ফিচার। এই ফিচারটি এনেবল থাকলে তা ইউজারের কোন ইনকামিং কলকে বিকল্প কোন নম্বরে রিডাইরেক্ট করে।
রিডাইরেক্টকৃত নম্বরটি কোন ল্যান্ড ফোনের বা সেলুলার ফোনেরও হতে পারে। এক্ষেত্রে ইউজারকে তার ইনকামিং কলটি যে ল্যান্ড বা সেল ফোন নাম্বারে ডাইভার্ট করতে চায় সেই নম্বরটি নির্ধারণ করে দিতে হবে। কল ডাইভার্ট এনেবল থাকলে ইনকামিং কলটি স্বয়ংক্রিয়ভাবে মূল নম্বর থেকে ডাইভার্ট হয়ে বিকল্প নম্বরে চলে যাবে।
0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions