কোন ডকুমেন্টের প্রতি পেজের উপরের অংশে যে লেখা থাকে তাকে হেডার এবং প্রতি পেজের নিচের অংশে যে লেখা থাকে তাকে ফুটার বলে।
নিচের পদ্ধতিগুলো অনুসরণ করে জেনে নিন কিভাবে হেডার বা ফুটারে লেখা টাইপ করতে হয়:
১। যে এক্সেল ফাইলে হেডার বা ফুটার দিতে চান প্রথমে সেই ফাইলটি ওপেন করুন।
২। এবার স্ক্রীনের উপরের দিকে মেনুবার থেকে Insert ক্লিক করুন।
৩। এখন Header & Footer অপশনে ক্লিক করুন।
৪। হেডার ফুটার অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে পেজ লেআউট ভিউ দেখাবে এবং পেজের উপরের অংশে বামে মাঝে ডানে লেখা যাবে। এখানে প্রয়োজনীয় লেখা টাইপ করতে হবে।
৫। ফুটারে লেখার জন্য মাউসের চাকা ঘুরিয়ে পেজের নিচের দিকে আসতে হবে তারপর পেজের একেবারের শেষের দিকে বামে মাঝে ডানে প্রয়োজনীয় লেখা টাইপ করা যাবে।
৬। লেখা টাইপ হয়ে গেলে পেজের উপর মাউস ক্লিক করে হেডার বা ফুটারের লেখা পূনরায় চেক করতে পারবেন।
৭। শেষে পেজ লেআউট ভিউ থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার জন্য মেনুবার থেকে View ক্লিক করুন তারপর Normal ক্লিক করুন। অথবা স্ক্রীনের নিচে ডানদিকে স্ট্যাটাসবার থেকে Normal ক্লিক করলে পেজ লেআউট স্বাভাবিক হয়ে যাবে।
তবে নরমাল বা স্বাবাবিক অবস্থায় হেডার ফুটার দেখা যাবে না। শুধুমাত্র প্রিন্ট প্রিভিউ অবস্থায় দেখা যাবে ও প্রিন্ট করলে হেডার ফুটার প্রতি পেজে প্রিন্ট হয়ে যাবে।
0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions