যে ফাইলের হেডার বা ফুটার মুছে ফেলতে চান প্রথমে সেই ফাইলটি ওপেন করুন।
১। মেনুবার থেকে Insert ক্লিক করুন।
২। Header & Footer ক্লিক করুন
অথবা Text ক্লিক করুন তারপর Header & Footer ক্লিক করুন
৩। এখন হেডারের লেখা সিলেক্ট করে ডিলিট করে দিন।
৪। এবার পেজের উপর মাউস ক্লিক করুন তারপর মাউসের চাকা ঘুরিয়ে নিচের দিকে এসে ফুটারের লেখা সিলেক্ট করে ডিলিট করে দিন।
৫।
পূনরায় পেজের উপর মাউস ক্লিক করুন তারপর মেনুবার থেকে View ক্লিক করুন
তারপর Normal ক্লিক করুন। অথবা স্ক্রীনের নিচের দিকে Normal আইকনে ক্লিক
করুন।
0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions