বিটটরেন্ট (BitTorrent) :
বিটটরেন্ট হলো একটি পিয়ার টু পিয়ার (পিটুপি) ফাইল শেয়ারিং প্রটোকল, যেটি ডিজাইন করা হয়েছে ইন্টারনেট থেকে ফাইল ট্রান্সফারিং এর সময় ব্যান্ডউইথ কম ব্যবহারের জন্য।
অনেক সময় ইন্টারনেটে অনেক বড় সাইজের ফাইলকে কম ব্যান্ডউইথে ডাউনলোডের সুযোগ দেবার জন্য ফাইলটিকে বিটটরেন্ট ফাইল শেয়ারিং প্রটোকলের সাহায্যে কমপ্রেস করে অনলাইনে রাখা হয়। এটিকে এক্সেস করার জন্য পৃথক সফটওয়্যার প্রয়োজন হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions