বিটম্যাপ (Bitmap) :
বিটম্যাপ হলো হাজার হাজার ডট বা পিক্সেল দ্বারা গঠিত একটি কম্পিউটার গ্রাফিক বা ইমেজ, যেখানে প্রতিটি পিক্সেল একটি সংখ্যা হিসেবে সংরক্ষিত থাকে। ইমেজটি প্রতিটি পিক্সেলের রঙকে নির্ধারণের মাধ্যমে প্রদর্শিত হয়।
বিট- ম্যাপকৃত গ্রাফিক্স অন্যান্য অ্যাপ্লিকেশনগুলোতে ইমপোর্ট করা যায়; যেমন- একটি ওয়ার্ড প্রসেসরে, তবে সেগুলোকে এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলোতে সম্পাদনা করা যায় না। বিট-ম্যাপকৃত গ্রাফিকগুলোকে যখন রিসাইজ করা হয় তখন এগুলোর তীক্ষ্ণতা কমে যায়, তবে ভেক্টর গ্রাফিক্সের ক্ষেত্রে রিসাইজ করা হলেও এ ধরনের মানের হেরফের হয় না।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions