ক্যাশ মেমোরি (Cache Memory) :
ক্যাশ মেমোরি হলো দ্রুতগতিসম্পন্ন স্মৃতিকোষ। প্রক্রিয়াকরণের সময় কোন প্রোগ্রাম বা এর বিশেষ কোন অংশ অথবা উপাত্তসমূহকে এখানে অস্থায়ীভাবে সংরক্ষণ করে রাখা হয়।
কম্পিউটারের কাজ দ্রুততর করার জন্য মাইক্রোপ্রসেসর ও প্রধান স্মৃতির মধ্যবর্তী স্থানে এ সহায়ক স্মৃতি স্থাপন করা হয়। এ স্মৃতির কারণে সংযোগ সময় অনেক কম লাগে এবং প্রক্রিয়াকরণের কাজ অনেক দ্রুতগতিতে সম্পন্ন হয়। সাধরণত, র্যাম বা হার্ডডিস্ক এর অংশবিশেষকে ক্যাশ মেমোরি হিসেবে ব্যবহার করা হয়।
0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions