ক্যাড (CAD) :
Computer Aided design, কম্পিউটারের সাহায্যে যন্ত্রপাতির ডিজাইন তৈরি করা এবং শিল্পকারখানার যন্ত্রপাতি নিয়ন্ত্রণ করার পদ্ধতি হলো ক্যাড। ক্যাড ব্যবহার করে অল্প সময়ে এবং স্বল্প ব্যয়ে বিভিন্ন পণ্যের সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা যায়।
দালানকোঠা, হরেক রকম যন্ত্রপাতি, মোটরগাড়ি, জাহাজ, বিমান, মহাকাশযান, এমনকি বিভিন্ন ইলেকট্রনিক সার্কিটও এসব পণ্যের অন্তর্ভূক্ত। এ পদ্ধতিতে একই পন্যের অনেকগুলো ডিজাইন তৈরি করে প্রতিটির সুবিধা-অসুবিধা বিশ্লেষণ করা যায় এবং প্রয়োজনে সংশোধন করা যায়।
0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions