কল হোল্ডিং (Call Holding) :
টেলিফোনি সিস্টেমে কোন কানেক্টেড কলকে হোল্ড করে রাখা বা থামিয়ে রাখা যায়, একে কল হোল্ডিং বলে। কল হোল্ডিং মোডে কল কানেকশনটি বিচ্ছিন্ন না হলেও কথোপকথন চালানো যায় না।
অনেক সময় কিছু কিছু টেলিফোনি সিস্টেমে কল হোল্ডিং মোড চালু করলে অপর প্রান্তের ইউজার সাধারণত একটি মিউজিক টোন শুনতে পান। হোল্ড মোড থেকে বেরিয়ে এলে পুনরায় কথোপকখন চালানো যায়।
0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions